কোটালীপাড়ায় কাঁচা মরিচে বেজায় ঝাল, কেজি ৩০০ টাকা!

জাকারিয়া শেখ, গোপালগঞ্জ থেকেঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রতি কেজি কাঁচা মরিচ ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। আজ (১৭ আগষ্ট) শনিবার উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, অন্যান্য কাঁচামালের দাম ক্রেতাদের নাগালে থাকলেও কাঁচা মরিচের দাম আকাশ চুম্বী। ব্যবসায়ীরা প্রতি কেজি কাঁচা মরিচ ২৮০-৩০০ টাকা দরে বিক্রি করেছেন।

ব্যবসায়ীদের কাছে এক কেজি কাঁচা মরিচের দাম জিজ্ঞেস করলে তারা এক পোঁয়া বা আড়াই’শ মরিচের দাম বলছে ৭০ বা ৭৫ টাকা। দাম বৃদ্ধির প্রশ্নের জবাবে ব্যবসায়ীরা জানায়, যশোর ও মাগুরাসহ বিভিন্ন জেলায় সম্প্রতি বন্যায় মরিচের ক্ষেত নষ্ট হয়েছে। একারনে মরিচের দাম বৃদ্ধি পেয়েছে।

তবে আগামী সপ্তাহে মরিচের দাম কমতে পারে। এদিকে কাঁচা মরিচের দামে বেজায় ঝাল হওয়া নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ছোট-খাটো তর্কাতর্কি লেগেই আছে। প্রয়োজন থাকলেও কাঁচা মরিচের দাম বেশি হওয়ায় অনেকেই শুকনো মরিচ কিনছে।

তবে একটি সূত্র জানায়, বাজার তদারকির কেউ না থাকায় ব্যবসায়ীরা কৃত্রিম সংকটের মাধ্যমে ফাঁয়দা লুটছে। কারণ, কয়েক দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ৭০-৮০ টাকা বিক্রি হয়েছে।



মন্তব্য চালু নেই