কোটালীপাড়ায় ভারী বর্ষণে পল্লী রাস্তার ব্যাপক ক্ষতি

জাকারিয়া শেখ, গোপালগঞ্জ থেকে : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গত শনি ও রবিবার এর ভারী বর্ষণে পল্লী গাঁয়ের রাস্তাগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। এতে নি¤œ এলাকার অধিকাংশ রাস্তা বিধ্বস্ত হয়েছে। আর বিধ্বস্ত রাস্তাগুলো জরুরী ভিক্তিতে পূনরায় মেরামতের দাবী জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরা। সরেজমিন ঘুরে জানা যায়, সম্প্রতি উপজেলার সিতাইকুন্ড থেকে মটবাড়ী-ভুতুরিয়া হয়ে বঙ্গলক্ষী পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার রাস্তাটি এইচবিবি করণ করা হয়। কিন্তু গত শনি ও রবিবারের ভারী বর্ষনে রাস্তাটির ব্যাপক ক্ষতি হয়। এ ব্যাপারে ওই রাস্তাটি এইচবিবি করণের ঠিকাদার নজরুল ইসলাম হাজরার কাছে জানতে চাইলে তিনি জানান, সম্প্রতি রাস্তাটির কাজ আমি শেষ করেছি এবং ফাইনাল বিলের জন্য উপজেলা প্রকৌশলী কাছে আবেদন করেছি। কিন্তু ভারী বর্ষনের কারণে রাস্তাটি বিধ্বস্ত হয়েছে। এই রাস্তাটি পূনরায় আবার নির্মাণ করে দিতে হলে আমাকে পথে বসতে হবে। রাস্তাটি নির্মাণে পর্যাপ্ত মাটি ও প্যালাসাইটিং এর বরাদ্ধ না থাকায় এ অবস্থা হয়েছে। রাধাগঞ্জ ইউপি চেয়ারম্যান অমৃত লাল হালদার বলেন, ভারী বর্ষণে বিধ্বস্ত রাস্তাগুলো জরুরী ভিক্তিতে মেরামত করা প্রয়োজন। বিধ্বস্ত রাস্তা দিয়ে জনসাধারণের চলাচলে বিঘœ ঘটছে। এব্যাপারে উপজেলা প্রকৌশালী দেবাশীষ বাগচী জানান, দু’দিনের ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন বিভিন্ন রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।



মন্তব্য চালু নেই