কোটি টাকা বেতনের চাকরি, করতে রাজি নন কেউ!

নিউজিল্যান্ডের টোকোরাও শহরে একটি হাসপাতালে চাকরীর জন্য বিজ্ঞাপন দেয়া হয়। যেখানে বলা হয়েছে, সেখানে ১,৯০,০০০ পাউন্ড বা ২ কোটি ৭২ হাজার টাকা বাৎসরিক বেতন দেয়া হবে এবং তাকে সপ্তাহে ৪ দিন কাজ করতে হবে। বছরে সে মোট ১২ সপ্তাহ ছুটি কাটাতে পারবে।

কিন্তু এই চাকরীর জন্য এখনও কাউকে পাওয়া যাচ্ছে না। হাসপাতালে প্র্যাকটিসের জন্য মানুষ নেয়া হচ্ছে। ডঃ আলান কেনি যে সেই প্রতিষ্ঠানের একাংশের মালিক তিনি জানান, দুই বছরে চারটি মেডিক্যাল নিয়োগ সংস্থা এই চাকরীর জন্য একজন দরখাস্তকারীকে নিয়ে আসতে ব্যর্থ হয়েছেন।

ডঃ কেনি গত ৩০ বছর আগে এই চাকরী করার জন্য যুক্তরাষ্ট্র ছেড়ে এখানে পাড়ি জমান। এখানে কাজ করা ৬ জন ডাক্তারের মাঝে তিনি একজন।

ডঃ কেনি তার এই চাকরীর প্রতি নিজের ভালবাসা সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, সে তার কাজকে ভালবাসেন এবং সেখানে থাকতে চান। কিন্তু একটা ভুলের কারণে তাকে সেখান থেকে চলে যেতে হচ্ছে।

অকল্যান্ড মেডিক্যাল শিক্ষার্থীদের জন্য একটি বিশাল স্থান। সেখানের সকল ধনী শিশুরা অকল্যান্ডের স্কুলে পড়তে যায়।

ডঃ কেনি জানান, তার মেয়ে প্র্যাকটিসে কাজ করছেন। সেখানে আরও একজন যুক্ত হলে তাকে অনেক বেশি বেতন প্রদান করা হবে। কারণ যত বেশি রোগী দেখা যাবে, সে তত বেশি টাকা পাবে।–সুত্র: মেট্রো।



মন্তব্য চালু নেই