‘কোথায় যাচ্ছ তুমি’ রওশনকে এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ প্রতিদিনই জন্ম দেন নানান নাটকের বিনদনের। ঠিক তেমনই নতুন এক নাটকের জন্ম দিলেন বৃহস্পতিবার। বেলা সাড়ে ১১টায় বনানীর দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা চলছিল।ওই সভায় দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বক্তব্য দিয়ে উঠে যাচ্ছিলেন।

এমন সময় প্রিয়তমার স্ত্রীর হাত ধরে এরশাদ বলেন, ‘কোথায় যাচ্ছ তুমি’। আমি তোমার জন্য একটি কবিতা লিখেছি। কবিতাটা শোন। রওশনকে ‘আলোর মৌমাছি’ নামে একটি কবিতা পড়ে শোনান।

কবিতা শেষে এরশাদ বলেন রওশন আমার আলোর মৌমাছি। স্বামীর কবিতা শোনে রওশন বলেন, তিনি যেহেতু আমাকে কবিতা শুনিয়েছেন। আমিও তাকে একটি কবিতা শোনাবো। এরপর রওশন এরশাদ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্জ্বরের স্বপ্ন’ কবিতাটি এরশাদকে পড়ে শোনান।

এসময় উপস্থিত দলের নেতাকর্মী ও সাংবাদিকরা তাদের করতালি দিয়ে অভিনন্দন জানান। সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমীন হাওলাদার প্রমুখ।



মন্তব্য চালু নেই