কোনো অমুসলিমকে কুরআন উপহার দেয়া যাবে কিনা?

একজন অমুসলিম কুরআন পড়তে চায়। আমার মনে হয় তাকে কুরআন দিলে সে কুরআনের সাথে বেয়ায়াবী করবে না। এমন ব্যক্তিকে কি কুরআন হাদিয়া দেয়া যাবে?

অমুসলিম ব্যক্তির যদি কুরআনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থাকে এবং এই বিষয় যদি নিশ্চিত হওয়া যায় তাহলে তাকে কুরআন হাদিয়া দেয়া যাবে কেননা হতে পারে তাকে এই কুরআন দেয়ার কারণে সে দ্বীনের আলো পেয়ে যেতে পারে। অবশ্য সে নাপাক থাকলে সে অযু ও গোসলের মাধ্যমে পবিত্র হয়ে তবেই সে কুরআন ধরবে। এই পদ্ধতি তাকে অবশ্যই শিখিয়ে দিতে হবে। [ফাতাওয়া রহীমিয়া ৬-২৮৩]প্রিয়.কম



মন্তব্য চালু নেই