কোনো জঙ্গিই রেহাই পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো জঙ্গি রেহাই পাবে না, সবাইকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রাখা হয়েছে।

শুক্রবার ধানমন্ডির নিজ বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘উত্তরবঙ্গে যে খুনগুলো হয়েছে তার সঙ্গে সাদ্দাম জড়িত ছিল। আর মারজান হলো পরিকল্পনাকারীদের একজন। সে এ সন্ত্রাসীদের নেতৃত্ব দিত। মারজান মারা গেছে। কেউ রেহাই পাবে না।’

এখনও যারা এ পথে আছেন তাদের উদ্দেশ্যে মন্ত্রী আরো বলেন, ‘জঙ্গিবাদের পথ থেকে ফিরে আসার কোনো বিকল্প নেই। যারা ফিরে আসবে তাদের জন্য সরকার তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের ব্যবস্থা করবে। আর যারা আসবে না তাদের পরিণতি করুণ হবে। ইতোমধ্যে তা অনেকেই দেখেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় জঙ্গিরা কোণঠাসা হয়ে পড়ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে কাউন্টার টেররিজম পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবির নেতা নুরুল ইসলাম মারজান ও তার এক সহযোগী সাদ্দাম নিহত হয়।



মন্তব্য চালু নেই