কোন ক্ষমতায় মোনায়েম খানকে প্লট দেওয়া হয়েছে: হাইকোর্ট

স্বাধীনতাবিরোধী মোনায়েম খানকে কোন ক্ষমতাবলে পাঁচ বিঘা ১৫ ছটাকের প্লট বরাদ্দ দেয়া হয়েছিল তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে আজ রবিবার এই রুল জারি করেছে।

আগামী চার সপ্তাহের মধ্যে কামারুজ্জামানের পরিবার ও রাজউককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আইনজীবী শাহজাদা আল আমিন কবির (সোহেল)।

একই সঙ্গে রাস্তার পাশে সবুজায়নের জন্য বরাদ্দ করা ৫০ ফুট বাই ২০০ ফুট জায়গা রাজউক ও সিটি করপোরেশনের যৌথ জরিপের মাধ্যমে চিহ্নিত করে দখলমুক্ত করে ১৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছে হাইকোর্ট।

সিটি করপোরেশনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলন মোতাহার হোসেন সাজু।

গত ৩ নভেম্বর বনানীর ২৭ নম্বর রোডে ১১০/এ নম্বর বাড়িতে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। ওই বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়। ওই বাড়িতে আরও অভিযান চালানো হবে বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক।



মন্তব্য চালু নেই