কোপা আমেরিকা : ব্রাজিলের চূড়ান্ত দলে নেই কাকা

কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা।

তবে চূড়ান্ত দলে জায়গা হয়নি অভিজ্ঞ মিডফিল্ডার রিকার্ডো কাকার। চেলসির মিডফিল্ডার অস্কারও চূড়ান্ত দলে জায়গা পাননি।

গত সপ্তাহে ঘোষিত ৪০ সদস্যের প্রাথমিক দল থেকে লিভারপুলের রবার্তো ফিরমিনো, পিএসজির লুকাস মৌরিও দুঙ্গার চূড়ান্ত দলে জায়গা পাননি।

নেইমার তো প্রাথমিক দলেই ছিলেন না। ব্রাজিল অধিনায়ককে শুধু অলিম্পিক ফুটবলে খেলার অনুমতি দিয়েছে তার ক্লাব বার্সেলোনা।

আগামী জুনে যুক্তরাষ্ট্রে বসছে কোপা আমেরিকার শতবর্ষী বিশেষ আসর। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে ইকুয়েডর, হাইতি ও পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল।

ব্রাজিলের কোপা আমেরিকার চূড়ান্ত দল :

গোলরক্ষক: অ্যালিসন, দিয়েগো আলভেজ, ইডারসন।

ডিফেন্ডার: মিরান্ডা, গিল, মার্কুইনস, রদ্রিগো ক্যায়িও, দানি আলভেজ, ফিলিপে লুইস, ফ্যাবিনহো, ডগলাস সান্তোস।

মিডফিল্ডার: লুইজ গুসতাভো, এলিয়াস, রেনাতো আগাস্টো, কুতিনহো, লুকাস লিমা, উইলিয়ান, ক্যাসেমিরো, রাফিনহা।

ফরোয়ার্ড: ডগলাস কস্তা, হাল্ক, গ্যাবিগল, রিকার্ডো অলিভিয়েরা।



মন্তব্য চালু নেই