কৌতুক অভিনেতা থেকে প্রেসিডেন্ট

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার প্রেসিডেন্ট হতে চলেছেন একজন কৌতুক অভিনেতা, যার নাম জিমি মোরালেস। কোনো অভিজ্ঞতা ছাড়াই রাজনীতিতে নেমে পড়েন তিনি। রাজনীতিতে তার নামটি উচ্চারিত হচ্ছে মাত্র দুই মাস। আর এরই মধ্যে টেলিভিশনের কৌতুক অভিনেতা থেকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানের মসনদটি দখল করতে যাচ্ছেন জিমি মোরালেস।

প্রায় ৭০ শতাংশ ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে, জিমি মোরালেস পেয়েছেন ৭২ দশমিক ৪ শতাংশ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সান্দ্রা টোরেস পেয়েছেন ২৭ দশমিক ৬ শতাংশ ভোট। যেহেতু জয়ের জন্য প্রয়োজনীয় ভোট নিশ্চিত হয়ে গেছে, সেহেতু নিজেকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন মোরালেস। জয় উদ্‌যাপন শুরু করেছে তার দল ন্যাশনাল কনভারজেন্স ফ্রন্ট (এফসিএন)। এবিসি ও আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে একমাত্র প্রতিদ্বন্দ্বী সান্দ্রা টোরেস পরাজয় মেনে নিয়ে মোরালেসকে শুভেচ্ছা জানিয়েছেন।

রাজনীতিতে আনকোরা জিমি মোরালেসের নির্বাচনী প্রচারে গুরুত্ব পায় দুর্নীতিমুক্ত দেশ গড়ার বিষয়টি। বলতে গেলে এই এক প্রতিশ্রুতিতেই গুয়াতেমালার জনগণের মন জয় করে নেন মোরালেস। প্রেসিডেন্টের আসনে বসা এখন সময়ের ব্যাপার মাত্র।



মন্তব্য চালু নেই