কৌতুহল মেটাতে মহিষকে প্রশ্ন পাক সাংবাদিকের

মানুষের থেকেও বেশি সচেতন তারা। রাস্তা পার হতে ব্যবহার করে ওভারব্রিজ। কিন্তু সিঁড়ি দিয়ে অতখানি উঠতে কেমন লাগে তাদের? কার থেকেই বা শিখল ওঠা-নামার পদ্ধতি? গবাদি পশুদের নিয়ে এমনই একগুচ্ছ প্রশ্ন উদয় হয়েছিল পাকিস্তানের লাহৌরের এক সাংবাদিকের মনে। কৌতুহল মেটাতে এক মহিষকে প্রশ্নও করে ফেলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও…

লাহৌরে যানজট কমাতে নির্মাণ করা হয়েছে অনেক ওভারহেড ব্রিজ। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে সে সব ব্রিজ মানুষের থেকে বেশি ব্যবহার করছে পশুরা। পথচলতি মানুষ যখন সময় বাঁচাতে বা আলস্যের কারণে ওভারব্রিজ ব্যবহার না করে ডিভাইডার পাঁচিল টপকে রাস্তা পেরিয়ে যাচ্ছে, তখন সচেতনতা চোখে পড়ছে গবাদি পশুদের মধ্যে।

ভিডিওতে দেখা যাচ্ছে, কেমন দিব্যি সিঁড়ি টপকে ওভারব্রিজে উঠছে নামছে পশুরা। কেমন করে সিঁড়ি দিয়ে নামা ওঠা শিখল, তা এক মহিষের কাছে জানতে চেয়েছিলেন ওই সাংবাদিক। উত্তরে মহিষটি যা বলে তা সাংবাদিকের বোধগম্য হয় না। কোনো মনুষ্য প্রজাতি তার উত্তর বুঝতে পারবে না। পারলে তার সমগোত্রীয়রাই পারবে, মত ওই সাংবাদিকের।-এবিপি



মন্তব্য চালু নেই