ক্যান্সার রোগীদের চিকিৎসায় এলো ম্যাজিক মাশরুম!

ম্যাজিক মাশরুম একটি ঔষধ হিসাবে ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসার কাজে ব্যবহার করা যেতে পারে। একটি একাডেমিক গবেষণায় দেখাজায়, সাইকেডেলিক ছত্রাক ক্যান্সার রোগীদের মধ্যে বিষণ্নতা দূর করতে সাহায্য করে।

গত সপ্তাহের টেডমেড সম্মেলনে ডঃ রোল্যান্ড গ্রিফিথস বলছেন যে, ৯২ শতাংশ ক্যান্সার রোগীদের বিষণ্নতা ও উদ্বেগ কমানোর জন্য সাইলোকেবিন নামক উপাদানের ঔষধ প্রদান করা হয়। এই উপাদান মাশরুমে বিদ্যামান। তিনি আরও জানান, এর প্রভাব ৭৯ শতাংশ পর্যন্ত থাকে।

ডঃ গ্রিফিথস ম্যাজিক মাশরুম নিয়ে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করছেন। এটা খুব দ্রুতভাবে ধূমপান দূর করতেও সাহায্য করে। তারা মাশরুম নিয়ে আরও ভিন্ন ভিন্ন ভাবে পরীক্ষা করে দেখছেন। এর দ্বারা আর কি কি উপকার পাওয়া যেতে পারে এবং ক্যান্সারের ক্ষেত্রে আরও কতদুর আরোগ্য করার সম্ভাবনা রয়েছে তা পরীক্ষা করছেন।–সূত্র: মেট্রো।



মন্তব্য চালু নেই