ক্যাবল অপারেটরকে গুলি : এএসআই শামীম বরখাস্ত

খিলগাঁওয়ে ক্যাবল অপারেটর আল আমিনকে (২২) গুলির অভিযোগে বংশাল থানার উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) শামীম রেজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মহানগর পুলিশ কমিশনারের এক আদেশে তাকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে রাতেই মামলা করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।

সূত্র আরো জানায়, ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করেন। তার আগে শামীমের বক্তব্য শুনেন তারা। এরপর বিকেলে পুলিশ কমিশনারকে অবহিত করা হয় বিষয়টি। তিনি নির্দেশ দিলে শামীমকে বরখাস্ত করা হয়। আর এ বরখাস্তের কারণে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আর কোনো বাধা রইল না।

শামীমর বিরুদ্ধে দায়িত্ব পালনকালে সরকারি অস্ত্র দিয়ে নিরাপরাধ মানুষকে খুনের চেষ্টা করেছেন অভিযোগে মামলা করা হবে। রাতেই পুলিশ বাদী হয়ে মামলাটি করবে বলে জানা গেছে। আর শনিবার তাকে আদালতে হাজির করা হতে পারে।

লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মফিদুল ইসলাম শামীমকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার দুপুর ১২টার দিকে খিলগাঁও থানার নন্দিপাড়া (রোড নম্বর ৫) এলাকায় ওই পুলিশ সদস্যের বাসায় আসেন আল আমিন। এ সময় আল আমিনের সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সঙ্গে থাকা পিস্তল দিয়ে আল আমিনকে গুলি করেন শামীম।



মন্তব্য চালু নেই