ক্যামেরুনে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২৯

ক্যামেরুনের উত্তরাঞ্চলীয় এক বাজারে সোমবার আত্মঘাতী হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের দিকেই অভিযোগের আঙ্গুল তোলা হচ্ছে। দেশটির সামরিক সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নাইজারের সীমান্ত সংলগ্ন বোদো গ্রামের এক বাজারে তিন আত্মঘাতী হামলাকারী মিলে পর্যায়ক্রমে ওই হামলা চালিয়েছিল। প্রথম আত্মঘাতী হামলাটি চালান হয়েছিল বাজার সংলগ্ন রাস্তায়। দ্বিতীয় ও তৃতীয় হামলাটি হয় পর্যায়ক্রমে বাজারের প্রবেশপথে ও অভ্যন্তরে।

চলতি মাসে ক্যামেরুনে এটি দ্বিতীয় আত্মঘাতী হামলা। এর আগে গত ১৩ জানুয়ারিতে এক মসজিদে চালান আত্মঘাতী হামলায় কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছিল।

নাইজেরিয়ার সীমান্তের কাছে ফোতোকোল শহর থেকে ২৭ কিলোমিটার দূরে সোমবার ওই হামলা চালান হয়। গতবছরও ওই একই স্থানে হামলার ঘটনা ঘটেছিল।



মন্তব্য চালু নেই