ক্রিকেটকে বিদায় জানালেন ‘শেখর ধাওয়ান’

শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ২৫ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান শেখর ধাওয়ান। আর এরপরেই কিনা তিনি অবসরের ঘোষণা দিলেন?

অবাক করার মত ব্যাপার হলেও ঘটনাটি সত্যি। অবসর ঘোষণা করেছেন শেখর ধাওয়ান। তবে সেটা আন্তর্জাতিক ক্রিকেট থেকে নয়, বোলিং থেকে!

ধাওয়ান মূলত ব্যাটসম্যান হলেও পার্টটাইম অফ স্পিনও করেন। সর্বশেষ বল করেছিলেন গেল ডিসেম্বরে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টেস্টে বল করার পর আইসিসি তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে।

শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার পান ধাওয়ান। পুরস্কার নেওয়ার পর তাকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন সুনীল গাভাস্কার। এক প্রশ্নে তিনি ধাওয়ানকে বলেন, ‘তাহলে কী ভারত বিশ্বকাপে ধাওয়ানের বোলিং মিস করবে?’

তখন শেখর ধাওয়ান বলেন, ‘আমি আমার সকল ভক্তদের জানাতে চাই যে, আনুষ্ঠানিকভাবে আমি অবসর নিচ্ছি…’ এটা বলার পর তিনি বেশ কিছুক্ষণ চুপ থাকেন। শেষে বলেন, ‘ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে।’



মন্তব্য চালু নেই