ক্রিজ গেইলকে গ্রহণ করে একি শোনালেন বরিশাল বুলস !

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বলা হয় ক্রিস গেইলকে। দানবীয়শক্তির এ ব্যাটসম্যান বিশ্বজুড়ে টি-টোয়েন্টি টুর্ণামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ। বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় আসর মাতাতে আজ বাংলাদেশে চলে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিজ গেইল।

শুক্রবার বিকেল ৫টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছেন। বিমান বন্দর থেকে তাকে গ্রহণ করে নিয়েছেন তার দল বরিশাল বুলস। খেলবেন বরিশাল বুলসের হয়ে। সেমিফাইনালের আগে বরিশালের হয়ে সব ম্যাচই খেলবেন তিনি।

এমনকি বরিশাল বুলস সেরা চারে উঠলে বাকি ম্যাচগুলোও খেলবেন গেইল। ৬ ডিসেম্বর ঢাকা পর্বের (দ্বিতীয় ধাপ) শুরুর দিন দুপুরের ম্যাচে সিলেট সুপারস্টারসের বিপক্ষে মাঠে নামবেন এ মারকুটে ব্যাটসম্যান। গেইল বিপিএলের প্রথম আসর খেলেছেন বরিশাল বার্নাসের হয়ে।

২০১৩ সালে দ্বিতীয় আসরে খেলেছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে ঢাকায় পা রেখে ঢাকা গ্ল্যাডিয়টর্সের হয়ে করেছিলেন ৫১ বলে ১১৪। সেবার ম্যাচ খেলেছিলেন ওই একটিই।

গেইলকে ছাড়াই অবশ্য আকাশে উড়ছে বরিশাল। প্রথম ছয়টি ম্যাচের পাচঁটিতেই জয় পেয়েছে তারা। এমন সাফল্যে দেশি-বিদেশি ক্রিকেটারদের অবদান থাকায় খুশি দলটির স্বত্ত্বাধিকারী রিজওয়ান বিন ফারুক। তিনি জানান, দলের দেশি-বিদেশি ক্রিকেটার ভালো করায় আমরা সাফল্য পাচ্ছি।

দেশি-বিদেশিদের মাঝে এবার ভালো সমন্বয় ঘটেছে। আশা করি, এ ফর্ম ধরে রাখবে ক্রিকেটাররা। ফর্মে থাকা দলটিতে ক্রিস গেইল আগামী ম্যাচে খেললে তাদের ক্রিকেটারদের আত্মবিশ্বাস নি:সন্দেহে বাড়বে। বিপিএলের প্রথম দুই আসরে ৬টি ম্যাচ খেলে ৩টি শতক হাঁকিয়েছিলেন জ্যামাইকান এ ব্যাটসম্যান। ৬ ম্যাচে তার রান ৪০২।



মন্তব্য চালু নেই