ক্লাসের আগে প্রতিদিন জঙ্গিবিরোধী শপথ হয় যে স্কুলে!

জাকারিয়া শেখ, গোপালগঞ্জ থেকে : তরুণদের জঙ্গিবাদ-সন্ত্রাসবাদে ঝুঁকে পড়ার প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠ্যক্রম ও শিক্ষাপদ্ধতি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে শিক্ষার্থীদের জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সচেতন করতে এক ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপিঠ ফুকরা মদন মোহন একাডেমিতে ক্লাস শুরুর আগে শিক্ষার্থীদের প্রতিদিনই জঙ্গি, সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে শপদ পাঠ করানো হয়। কুরআন তেলওয়াত ও গিতা পাঠের মধ্য দিয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টিতে অ্যাসেম্বলি শুরুর পর জাতীয় পতাকাকে সম্মন প্রদর্শন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর সন্ত্রাস, জঙ্গিবাদের প্রতি ঘৃর্ণা প্রকাশ করে তা-থেকে দেশমাতৃকাকে রক্ষায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শপদ পড়ানো হয়। সবশেষ স্কুলের প্রধান শিক্ষক জইন উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নৈতিকতা, সামাজিক ও ধর্মীয় অনুশাসন, সন্ত্রাস , জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সচেতনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, স্কুল শুরুর অ্যাসেম্বলিতেই আমরা জঙ্গিবিরোধী সচেতনা সৃষ্টি ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। আমরা অভিভাবক সমাবেশ শুরু করেছি। শিক্ষার পাশাপাশি সন্তানদের খোঁজ-খবর রাখতে তাদেরকে অনুপ্রাণিত করেছি। এতে ভালো সাড়া পেয়েছি। আমরা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিচ্ছি। আমার বিশ্বাস এই স্কুলের শিক্ষার্থীরা জঙ্গিবাদে জরাবেনা। এছাড়া প্রত্যেকটি ক্লাস শেষে শিক্ষকরা ৫ মিনিট নৈতিকতার শিক্ষা দেন।



মন্তব্য চালু নেই