ক্ষুদ্র পরমাণু অস্ত্র সীমিত করবে না পাকিস্তান

ছোট তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পরমাণু অস্ত্রের ব্যবহার সীমিতকরণের কোনো নির্দেশনা ইসলামাবাদ মানবে না। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠককালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ ব্যাপারে তার দেশের অবস্থান সুস্পষ্ট করবেন। বুধবার দেশটির কর্মকর্তার এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করার কথা পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের।

পাকিস্তানের দাবি, পরমাণু শক্তিধর প্রতিবেশি ভারত যদি হামলা চালায় সেক্ষেত্রে এসব ছোট ছোট পরমাণু অস্ত্র বেশ কার্যকর ভূমিকা রাখবে। তবে যুক্তরাষ্ট্রের আশঙ্কা এসব অস্ত্রের অধিক উৎপাদন এ অঞ্চলের অস্থিতিশীলতাকে আরো উস্কে দেবে। কারণ এসব অস্ত্র তখন চির বৈরি দেশদুটিকে যুদ্ধে প্ররোচিত করতে পারে।

আটটিএফ-১৬ পাচ্ছে পাকিস্তান : ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাতে পাকিস্তানের কাছে আটটি এফ-১৬ জঙ্গিবিমান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, কয়েকদিন আগে পাকিস্তানের কাছে এই জঙ্গিবিমান বিক্রির পরিকল্পনার কথা মার্কিন কংগ্রেসকে জানানো হয়। যেকোনো দেশের কাছে এফ-১৬ জঙ্গিবিমান বিক্রির ব্যাপারে হোয়াইট হাউজকে কংগ্রেসের অনুমোদন নিতে হয়।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের কাছে বর্তমানে ৭০টি এ-১৬এস জঙ্গিবিমান রয়েছে।



মন্তব্য চালু নেই