ক্ষুধার তাড়নায় মানুষের কাছে খাবার চাইছে মাছ!

পেটে খিদে পেলে কারোই মাথা ঠিক থাকে না। ক্ষুধা পেলে মানুষ তো অন্যের কাছে হাত পাতে। কিন্তু মাছ কি করবে? তাই সেও এবার মানুষের কাছে হাত পেতেছে। ফলে পানির মাছ উঠে এলো ডাঙায়!

মাছ যখন জলে থাকে তখন তাদের রূপ একরকম। আর যদি তারা ডাঙায় উঠে আসে, তখন তাদের রূপ অন্যরকম। মানুষতো বরাবরই মাছকে নিজেদের খাবার হিসেবেই ভেবে এসেছে। কিন্তু এবার খিদে পাওযার জন্য মানুষের কাছেই খাবারের সন্ধান করতে এলো একটি সিলমাছ।

আয়ারল্যান্ডের উইকলো শহরে এমনই এক ঘটনা দেখা গেল। অনেকদিন খাবার না পেয়ে ক্ষুধার্ত এক সিলমাছ জল উঠে এল রাস্তায়।

কিন্তু রাস্তার মানুষজন তাকে দেখে ভয় পেয়ে নিজেদের বাঁচাতে আক্রমণ শুরু করে। বেগতিক এই অবস্থা দেখে জলে ফিরে যাওয়ারই সিদ্ধান্ত নেয় সে।



মন্তব্য চালু নেই