খানসামায় অবৈধ ট্রাক্টরের বেপরোয়া চলাচল

মোহাম্মদ সাকিব চৌধুরী, খানসামা (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের খানসামা উপজেলার প্রত্যেকটি সড়কে আইন অমান্য করে ইট, বালু ও মাটি বহনকারী অনুমোদনহীন ট্রাক্টর বেপরোয়া ভাবে চলাচল করছে। এতে প্রতিনিয়তই সড়কে দূর্ঘটনার সংখ্যা বাড়ছে পাশাপাশি সড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ট্রাক্টরের অতিরিক্ত শব্দদূষনে স্কুল-কলেজের শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।

উপজেলায় গত কয়েক বছরে যে কয়টি সড়ক দূর্ঘটনায় প্রাণহানীর ঘটনা ঘটেছে তার সিংহভাগেই ট্রাক্টরের জন্য। ট্রাক্টর গুলো বাজারের মধ্য দিয়ে বেপরোয়া ভাবে যাওয়ার সময় ভয়ে আর্ন্তকিত হয়ে পড়ে সাধারন পথচারীরা। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবী নিয়ন্ত্রনহীন টাক্টরগুলো যাতে করে সড়কে বেপরোয়া ভাবে চলাচল করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া জন্য।



মন্তব্য চালু নেই