খানসামায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

মোহাম্মদ সাবিক চৌধুরী, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: “ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মা মুক্ত দেশ হবে” এই প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামায় উপজেলায় পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও ল্যাম্ব চ্যালেঞ্জ টিবি প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স(পাকেরহাট) থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মেডিকেল অফিসার ডা. কামাল হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্যানেটারী ইন্সপেক্টর আবু তালেব, কমিউনিটি ফ্যাসিলিটেটর তুষার কুমার অধিকারী সহ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণ।

উল্লেখ্য যে, উপজেলার ৬টি ইউনিয়নে গত মার্চ থেকে এ মার্চ পর্যন্ত ৯৯জন যক্ষ্মা আক্রান্ত ব্যক্তিকে খুজে পাওয়া গেছে। তারা এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং বিগত বছরে পাওয়া যক্ষ্মা আক্রান্ত ব্যক্তিরা শতভাগ সুস্থ্যতা লাভ করছে।



মন্তব্য চালু নেই