খালেদাকে ২ মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা চলবে-এই মর্মে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ পেয়েছে। রায় প্রকাশের ফলে আগামী ৬০ দিনের মধ্যে খালেদা জিয়াকে বিচারিক (নিন্ম) আদালতে আত্মসমর্পণ করতে হবে।

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। একই মামলায় বিচারিক আদালতে আগামী ১২ জুন (রোববার) খালেদা জিয়ার হাজির হওয়ার কথা রয়েছে।

হাইকোর্টের রায় ঘোষণার প্রায় ৯ মাস পর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ পেল। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর হাইকের্টের বিচারপতি মোহম্মদ নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত বেঞ্চ বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে রায় দেন।



মন্তব্য চালু নেই