খালেদারা বোমা নিয়ে, আমরা আইন নিয়ে খেলা করি

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘খালেদা জিয়ারা সন্ত্রাসী, তারা পেট্রোলবোমা নিয়ে খেলা করে। আর আমরা আইনে বিশ্বাস করি, আমরা আইন নিয়ে খেলা করি। সেজন্যই আমাদের পথ অনেক বন্ধুর।’

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান কতো বড় মুক্তিযোদ্ধা ছিলেন তা আমরা দেখেছি। উনি রাষ্ট্রপতি হওয়ার পর একজন রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। মহিউদ্দিন, ডালিমসহ বঙ্গবন্ধুর যত খুনি ছিল, সবাইকে রাষ্ট্রদূত বানানোসহ ভালো ভালো চাকরি দেয়া হয়েছিল।’

একইসঙ্গে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদেরও সমালোচনা করে তিনি বলেন, ‘আজকে এরশাদ সাহেব অনেক বড় বড় কথা বলেন। অথচ উনি খুনি ফারুককে প্রেসিডেন্সিয়াল ইলেকশন করতে দিয়েছিলেন।’

ছাত্রলীগকে উদ্দেশ করে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। যতদিন না এদের পুরোপুরি নির্মূল করা যাবে ততোদিন ষড়যন্ত্র চলতেই থাকবে।’

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৭১ টেলিভিশনের প্রধান নির্বাহী মোজাম্মেল বাবু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না ও মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ।



মন্তব্য চালু নেই