খালেদার আত্মপক্ষ সমর্থন ফের পিছিয়ে ২৩ জুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন ফের তিন সপ্তাহ পিছিয়ে আগামী ২৩ জুন পুনর্নির্ধারণ করেছেন আদালত।

এর আগে আত্মপক্ষ সমর্থনে আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় আদালতে পৌঁছান খালেদা জিয়া। তার উপস্থিতিতে আসামিপক্ষের সময় আবেদনের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

গত ১৯ মে খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার জন্য এই দিন ধার্য করেন আদালত। ঢাকার বকশীবাজার এলাকার উমেষ দত্ত রোডে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালত এ আদেশ দিয়েছিলেন। অন্যথায় তার (খালেদা) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছিলেন আদালত।

এ মামলায় তদন্ত কর্মকর্তা ও বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদসহ ৩২ জন সাক্ষ্য দিয়েছেন।



মন্তব্য চালু নেই