খালেদার কার্যালয়ে ‘অবরুদ্ধ’ রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কয়েকজন সঙ্গীসহ অবস্থান করছেন। শুক্রবার সকালে প্রেস ব্রিফিং করার পর তিনি বের হননি।

তবে রাতে খবর আসে চেয়ারপারসনের কার্যালয়ে রিজভী আহমেদ অবরুদ্ধ রয়েছেন। বের হলেই গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে ধরবে। গণমাধ্যমকর্মীরা মধ্যরাতে ছুটে যান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে।

এ বিষয়ে জানতে রিজভী আহমেদের ব্যক্তিগত ফোননম্বরে কল করলে বন্ধ পাওয়া যাচ্ছে।

রাত দেড়টার সময় বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে রিজভীর ঘনিষ্ঠ সঙ্গী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, ‘ভাই, (রিজভী) সকালে ব্রিফিং করার পর চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করলে ডিবি পুলিশ আটকের চেষ্টা চালায়। প্রেস ব্রিফিংয়ের পরে এই ঘটনা ঘটে।’

তিনি বলেন, ‘আমি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পটু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় সদস্য বেলাল আহমেদও ভাই’র সঙ্গে (রিজভীর) চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান করছি।’

রিজভী আহমেদের সঙ্গে কথা বলতে চাইলে অধ্যাপক আমিনুল বলেন, ‘একটু অপেক্ষা করুন দেখি, ভাই ঘুমিয়েছে কি না। ঘুমালে আর ভাইকে ডাকবো না।’

পর মুহূর্তেই আমিনুল বললেন, ‘ভাই সোফায় মাথা হেলান দিয়েছেন।’

সকাল ১১টার ঘটনা মধ্যরাতে অভিযোগ কেন? জবাবে আমিনুল বলেন, ‘মনে করা হচ্ছিল পরিস্থিতি স্বাভাবিক হবে।’

এখন কী করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে অবস্থান করছি, অবস্থান করবো।’

চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খানও বলেন, ‘তিনি অবরুদ্ধ আছেন।’



মন্তব্য চালু নেই