খালেদার নেতৃত্বে বিএনপির ভবিষ্যৎ নেই

বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউটে বঙ্গবন্ধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স পরিষদ নির্বাচন উপলক্ষে প্যানেল পরিচিতি অনুষ্ঠানের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, ‘পৌর নির্বাচনে দেশের জনগণ আরেকবার আপনাকে প্রত্যাখ্যান করেছে। দেশের ক্ষমতায় যেতে আপনি যে স্বপ্ন দেখছেন তা মানুষ কোনোদিনই পূরণ করবে না। নির্বাচনের মাধ্যমে এটাও জনগণ আপনাকে বুঝিয়ে দিয়েছে যে, তারা নৈরাজ্য, সন্ত্রাস চায় না। জনগণ শান্তি ও উন্নয়ন চায়।’

তিনি বলেন, ‘আপনার দলের নেতারা কি বলছে একটু ধৈর্য্য ধরে শুনুন। তারা আপনার পদত্যাগ চায়। আপনার নেতৃত্বে বিএনপির কোনো ভবিষ্যৎ নেই বলেই আপনার দলের নেতারা এটা চাচ্ছে।’

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা, বুদ্ধিজীবীদের নিয়ে প্রশ্ন তুলে বেগম খালেদা জিয়া নিজেকে পাকিস্তানি হিসেবে প্রতিষ্ঠা করেছেন দাবি করে হানিফ বলেন, ‘গতকাল বেগম জিয়া বলেছেন- ওনি নাকি মুক্তিযুদ্ধ করেছেন। এর চেয়ে হাস্যকর কথা আর হতে পারে না। আপনি মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন সেটা দেশের মানুষ জানে। একাত্তরের রাজাকার-আল বদরদের বিচার হলে, পাকিস্তানি সেনাদের সহায়তা করার অপরাধে আপনাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, সে দিন আর বেশি দূরে নেই।’

পদ্মাসেতু নিয়ে খালেদা জিয়ার মন্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ‘এই সরকারের আমলে পদ্মাসেতু যাতে হতে না পারে সেজন্য তাদের (বিএনপি-জামায়াত) দোসররা দেশে-বিদেশে ষড়যন্ত্র করেছিলো। পদ্মাসেতু দিয়ে সরকারকে কুপোকাত করতে চেয়েছিলো। এখন দেশীয় অর্থায়নে পদ্মাসেতু হচ্ছে- এই জ্বালা বেগম খালেদা জিয়া সহ্য করতে পারছেন না।’



মন্তব্য চালু নেই