খালেদা-তারেকের মনোনয়নপত্র জমা

বিএনপি চেয়ারপারসন পদে নির্বাচনের জন্য খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুর কবির রিজভী এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলের অপর যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে শুক্রবার ১১টা ২৫ মিনিটে খালেদা জিয়ার পক্ষে এবং সোয়া ১২টায় তারেক রহমানের পক্ষে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালনকারী দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান।

এর আগে বুধবার দলের শীর্ষ দুই পদের এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৬ মার্চ।

চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচনের জন্য ২৯ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করে বিএনপি। ১৯ মার্চ দলের শীর্ষ এ দুই পদে নির্বাচন হবে।

নজরুল ইসলাম খান জানান, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন পরিচালনা কমিশনের অস্থায়ী অফিসে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।



মন্তব্য চালু নেই