খালেদার বিরুদ্ধে চার্জশিট : বিএনপির ২ দিনের কর্মসূচি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট (অভিযোগপত্র) দাখিলের প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি দিয়েছে দলটি।

আগামী ১৫ মে ঢাকা মহানগর ছাড়া দেশের সব জেলা ও মহানগরে এবং ১৬ মে ঢাকা মহানগরে এই কর্মসূচি পালিত হবে।

শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির কথা জানান।

ঢাকার সিএমএম আদালতে গত বুধবার বিকালে দারুস সালাম থানার এসআই মো. শহীদুর রহমান ও আব্দুর রাজ্জাক পৃথক দুটি অভিযোগপত্র আদালতে দাখিল করেন। মামলার অভিযোগপত্রে খালেদা জিয়াকে পলাতক দেখানো হয়েছে।

মামলা দুটির মধ্যে দারুস সালাম থানার ৪(৩)১৫ দণ্ডবিধির মামলায় খালেদা জিয়াসহ ২৭ জন আসামি এবং ৮(২)১৫ বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদা জিয়াসহ ২৪ জনকে আসামি করা হয়েছে।



মন্তব্য চালু নেই