খালেদার লাশের অপেক্ষায় এরশাদ!

চট্টগ্রাম: ওয়ান ইলেভেনের পর এক জনসভায় খালেদা জিয়া বলেছিলেন এরশাদের ঠিকানা হবে জেলখানা, বের হবেন লাশ হয়ে। খালেদার সেই বক্তব্যের জের ধরে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, খালেদা ভেবেছিলেন তিনি আবার ক্ষমতায় যেতে পারবেন। কিন্তু আমি জীবন্ত আছি। কে লাশ হয়ে বের হয় তা দেখার অপেক্ষায় আছি।

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জাতীয় পার্টির মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।

বিএনপি এখন কফিনে আছে মন্তব্য করে এরশাদ বলেন, যেদিন খালেদা জিয়া জেলে যাবেন, সেদিন কফিনে শেষ পেরেক লাগবে।

তিনি বলেন, বিএনপি আন্দোলনের ডাক দেয়, কিন্তু কেউ রাস্তায় নামে না।

জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করে ক্ষমতায় আনার জন্য জনগণের প্রতি আহ্বান জানান সাবেক এই রাষ্ট্রপতি।

জাতীয় পার্টির মহানগর শাখার আহ্বায়ক ও সংসদ সদস্য মাহজাবিন মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলুসহ কেন্দ্রীয় নেতারা।



মন্তব্য চালু নেই