খালেদা জিয়াকে নব্য রাজাকার বললেন ইনু

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতে গিয়ে বর্তমানে নব্য রাজাকারের খাতায় নাম লিখিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেছেন।

বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ইনু বলেন, ‘দেশ স্বাধীনের সময় যারা পাকিস্তানের পক্ষ নিয়ে রাজাকারী করেছিলো তারা জাতীয় বেঈমান ও দেশের শত্রু। বর্তমানে খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতে নানান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর তাই গিয়ে নব্য রাজাকারের খাতায় নাম লিখিয়েছেন।’

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘সামরিক শাসন থেকে, সাম্প্রদায়িকতা থেকে গণতন্ত্রের উত্তরণপর্বে আছি, সাম্প্রদায়িকতা ও সমারিক শাসনের জঞ্জাল থেকে পরিষ্কার করার পর্বে আছি। বর্তমানকে সচল রাখার দায়িত্ব নিয়ে সরকার দেশ পরিচালনা করছে। ভবিষ্যতের স্বপ্নের প্রথম নকশা তৈরি হচ্ছে।’

শহীদদের রক্তের ঋণ কোনো দিন শোধ করা যায় না উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘শহীদের রক্তের ঋণ আমাদের স্বীকার করতেই হবে। ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। এখন যারা আমাদের ইতিহাস নিয়ে কথা বলে, যারা যুদ্ধপরাধীদের বিচার নিয়ে কথা বলে তারা পাকিস্তানের দালাল।’



মন্তব্য চালু নেই