খালেদা জিয়ার সঙ্গে নিশার বৈঠক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

শুক্রবার সন্ধ্যা ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী উপস্থিত আছেন।

নিশা বিসওয়াল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান। ৫ জানুয়ারির নির্বাচনের পর নিশার এটাই প্রথম বাংলাদেশ সফর।

সার্ক শীর্ষ সম্মেলনে অন্যতম পর্যবেক্ষক রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিশা নেপালে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন যোগ দেন। সেখান থেকে তিনি ঢাকায় এসেছেন।

এর আগে ২০১৩ সালের নভেম্বরে ঢাকা সফর করেন নিশা। সেবারও তিনি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ওই সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন নিশা।



মন্তব্য চালু নেই