‘খালেদা জিয়া এখন টায়ার্ড’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতিতে এখন টায়ার্ড। বয়স হয়েছে, শিগগিরই তিনি অবসর নেবেন।

৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংক এ আলোচনা সভার আয়োজন করে।

রেলমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মন-মেজাজ খারাপ। কোনো ইস্যুতেই সফলতা নেই তার। তিন মাস গুলশানে বসেছিলেন। ভেবেছিলেন তিনি, আন্দোলন করে উল্টিয়ে-পাল্টিয়ে ফেলবেন। পারলেন না। মাথা নিচু করে গুলশান ছাড়লেন।

সব কিছুতেই ব্যর্থ খালেদার মুখ এখন বেজার বলেও মন্তব্য করেন তিনি। তাকে দেখেও বোঝা যায়, শিগগিরই তিনি অবসর নেবেন।

সভায় সভাপতিত্ব করেন বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংকের সভাপতি আব্দুল খালেক। বক্তব্য রাখেন খাদ্য প্রতিমন্ত্রী ‍নুরুজ্জামান আহমেদ, পেট্রবাংলার সাবেক চেয়ারম্যান ড. হোসেন মনসুর, শ্রমিক নেতা আমিরুল হক ফারুক, এম এ করিম, আনিসুর রহমান প্রমুখ।



মন্তব্য চালু নেই