খুলনার মেয়রের বরখাস্ত স্থগিতের আদেশ আপিলে বহাল

খুলনা সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র মনিরুজ্জামান মনিকে স্থানীয় সরকার বিভাগের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের করা আপিল খারিজ করে দিয়ে রোববার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদলতে মেয়র মনির পক্ষে শুনানি করেন এজে মোহাম্মদ আলী। তাকে সহযোগিতা করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী, কায়সার কামাল ও আনিসুর রহমান খান।

গত ৭ জুন মেয়র মনিকে স্থানীয় সরকার বিভাগের দেয়া বরখাস্তের আদেশ স্থগিত করে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিল আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।

সেই আদেশের বিরুদ্ধে চলতি বছর ১০ আগস্ট সরকার আপিল করে। পরে চেম্বার বিচারপতি আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

নিয়মিত বেঞ্চে সেই আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দিল।

মেয়র মনির বিরুদ্ধে হরতালের সময় ভাংচুর ও নাশকতার অভিযোগে করা তিনটি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৫ সালে দু’টি মামলায় চার্জশিট দেয়া হয়।

চার্জশিটের পর ২০১৫ সালের ২ নভেম্বর তাকে সাময়িক বরখাস্ত করে একটি আদেশ জারি করে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার বিভাগের সেই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে চলতি বছরের ৬ জুন হাইকোর্টে রিট দায়ের করেন মেয়র মনি।



মন্তব্য চালু নেই