খুলে গেল বন্ধ তিন বেসরকারি মেডিকেল কলেজ

মেডিকেল কলেজ পরিচালনার নীতিমালা ভঙ্গ করায় সাময়িকভাবে বন্ধ হওয়া তিন মেডিকেল কলেজ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাময়িকভাবে বন্ধ হওয়ার চারদিন না পেরুতেই এ সিদ্ধান্ত নিলো স্বাস্থ্য মন্ত্রণালয়।

মেডিকেল কলেজগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের লেখাপড়া ও ভবিষ্যতের কথা বিবেচনা করে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার এ সিদ্ধান্ত দেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১২ জুন সচিবালয়ে অনুষ্ঠিত বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম পর্যালোচনা সভায় আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজ, রংপুরের নর্দান মেডিকেল কলেজ এবং গাজীপুরের সিটি মেডিকেল কলেজের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়।

তবে মেডিকেল কলেজগুলো খুলে দেওয়া হলেও বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনা নীতিমালার শর্ত পূরণ না করায় আগামী ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে ওই তিন মেডিকেল কলেজে নতুন শিক্ষার্থী ভর্তির স্থগিতাদেশ যথারীতি বহাল থাকবে।



মন্তব্য চালু নেই