খুলে দেয়া হল বিশ্বের সবচেয়ে উঁচু ও দীর্ঘ কাঁচের সেতু

শেষ পর্যন্ত খুলে দেয়া হলো চীনে নির্মিত বিশ্বের সবচেয়ে উঁচু ও লম্বা কাঁচের সেতু। শনিবার মধ্য চীনের হুনান প্রদেশে দর্শনার্থীদের জন্য সেতুটি উন্মুক্ত করে দেয়া হয়। গত ডিসেম্বরে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছিলো।

দুটো পাহাড়কে সংযুক্ত করা পুরোপুরি কাঁচ দিয়ে নির্মিত সেতুটি লম্বায় ৪৩০ মিটার। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলছে এটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৪ লাখ ডলার। তিন স্তরে স্বচ্ছ গ্লাস দিয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে।

চীনে সাম্প্রতিক সময়ে এ ধরনের কাঁচের সেতুর ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। যোগ ব্যায়ামসহ নানা ধরনের অনুষ্ঠানও হচ্ছে এমন সেতুগুলোতে।

সম্প্রতি একটি কাঁচের সেতুর সাথে ঝুলন্ত বিছানায় বিয়ের অনুষ্ঠান করে আলোচনায় এসেছে এক দম্পতি।

এই সেঁতুটি দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ হুনানের ঝাংজিয়াজি এলাকায় এভাটার (এভাটার সিনেমা চিত্রায়িত হয়েছিল) নামে পরিচিত দুটি পর্বতের খাড়া খাদে সংযুক্ত।

এটি ভূ-পৃষ্ট থেকে তিনশ’ মিটার উঁচুতে অবস্থিত। বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী এ সেতুটির স্থপতি ইসরাইলের হাইম দোতান। প্রতিদিন আট হাজার দর্শনার্থী সেতুটিতে উঠার সুযোগ পাবেন।



মন্তব্য চালু নেই