খুশির মেলা

খুশির মেলা

সাহাদাত সাঈদ


আকাশের বাড়ী চাঁদ এসেছে
কালকে মজার ঈদ,
খোকা-খুকু সে আনন্দে
গাইছে নতুন গীত।

চাঁদের দেশের সব শিশুরা
লাল জামা পরে গায়,
তাক ধিনা-ধিন নাচে তারা
নূপুর দিয়ে পায়।

চাঁদের হাটে খুশির মেলা
কিনবে যদি এসো,
দু:খ ভুলে চুপটি করে
চাঁদের দেশে বসো।



মন্তব্য চালু নেই