খেলায় মগ্ন চিকিৎসক, মারা গেলেন রোগী

রোগীর প্রতি অবলেহার এক জঘন্য দৃষ্টান্ত স্থাপন করলেন দায়িত্বরত কয়েকজন চিকিৎসক ও নার্স।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সেমিফাইনের ম্যাচ চলার সময় গুরুতর আহত রোগী হাসপাতালে এলে তাকে সেবা না দিয়ে ম্যাচ দেখায় মগ্ন থাকেন ওই চিকিৎসক ও নার্সরা। তাদের অবহেলার কারণে শেষ পর্যন্ত মারা যায় রোগী- এমন অভিযোগ করেছে রোগীর স্বজনরা।

ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের মাথুরা জেলার। ৩১ মার্চ মুথারা সরকারি হাসপাতালে গুরুতর জখম অবস্থায় চিকিৎসা নিতে আসেন সনু নামের ৩০ বছর বয়সি এক লোক। তাকে ভর্তি করা হয় ঠিকই। কিন্তু ম্যাচ দেখতে ব্যস্ত থাকায় ঠিকমতো সেবা দিতে পারেননি দায়িত্বরত চিকিৎসক ও নার্সরা।

ক্রিকেটকে ভারতে ধর্মজ্ঞান করা হয়। কিন্তু চিকিৎসক ও নার্সরা মানবসেবার যে শপথ নিয়ে চাকরিতে আসেন, সেখানে ক্রিকেটের চেয়ে বড় ধর্ম নিশ্চয়ই রোগীর সেবা। এ নিয়ে ভারতে ব্যাপক সমালোচনা চলছে।

রোগী সনুর স্বজনদের অভিযোগের ভিত্তিতে মাথুরা জেলার চিফ মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট ঘটনা তদন্ত করেন। তিনি অভিযোগের সত্যতা পেয়েছেন। এ বিষয়ে বিভাগীয় সিদ্ধান্ত নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছেন তিনি। তিনজন চিকিৎসক ও একজন নার্স তদন্তে দোষী প্রমাণিত হয়েছেন।



মন্তব্য চালু নেই