‘খেলা নয়, রোজা আমার জন্য ফরজ’

কিছুদিন আগে পবিত্র ওমরা হজ্জ পালন করেছেন জার্মান ফরোয়ার্ড মেসুত ওজিল। রমজানের প্রথম দিনে তিনি টুইটারে একটা ছবি পোষ্ট করেন যেখানে দেখা যায় ইফতারি সামনে নিয়ে অপেক্ষা করছেন ওজিল।

ওজিল তার সহজসুলভ খেলার ধরন ও তাৎক্ষনিক চতুরতা জন্যে পরিচিত। তার শৈলী ও অন্য খেলোয়াড়কে গোলদানে সহায়তা করার ক্ষমতার জন্য রিয়াল মাদ্রিদের প্রাক্তন ম্যানেজার জোসে মরিনহো তাকে জিনেদিন জিদানের সাথে তুলনা করেছেন। ২০১৪ সালে বিশ্বকাপ আয় করা সকল অর্থ ফিলিস্তিনি শিশুদের জন্য দান করে দেন ওজিল। ইসলাম ধর্ম প্রেমি ওজিল বিভিন্ন সময় সমাজ সেবা মূলক কাজে অংশগ্রন করেন।

এছাড়া গত বিশ্বকাপে তিনি রোজা রেখে খেলা চালিয়ে যান। চলমান ইউরো কাপ সামনে রেখে ওজিল বলেন, ‘খেলা আমার জন্য ফরজ নয়, রোজা ফরজ। আমি রোজা রেখেই খেলা চালিয়ে যাব।’

ইউরো কাপ খেলার জন্য ওজিল এখন ফ্রান্সে অবস্থান করছেন।



মন্তব্য চালু নেই