খোঁজ মিলল বুলেটপ্রুফ প্রাণীর!

খোঁজ মিলল বুলেটপ্রুফ প্রাণীর। গুলি করলে সেই গুলি আপনার গায়ে ফিরে আসতে পারে। আর্মাডিলো নামের এক প্রাণীকে গুলি করেছিলেন পূর্ব টেক্সাসের এক বাসিন্দা।

সেই বুলেট ফিরে এসে লাগে তার মাথায়। আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে টেক্সাসের ম্যারিটা শহরের ফ্রিওয়েতে আর্মাডিলোকে হত্যার চেষ্টা চালান ওই ব্যক্তি। প্রাণীকে তিনি গুলি করেন। সেই বুলেট প্রাণীটির গায়ে লেগে ফিরে এসে তার মাথায় লাগে। এতে ওই ব্যক্তি আহত হন।

তবে আর্মাডিলোর কোনো ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি। এ বছর আর্মাডিলো হত্যার দ্বিতীয় চেষ্টা ছিল এটি।

প্রসঙ্গত, আর্মাডিলো একটি স্তন্যপায়ী প্রাণী। এর বাইরের আবরণ লোহার মতো শক্ত।



মন্তব্য চালু নেই