খ্রিষ্টানদের রক্ষায় জীবন দিলেন মুসলিম শিক্ষক

গত বছর ডিসেম্বরে-১৫ নাইজেরিয়ার একটি বাসে সন্ত্রাসীরা হামলা করলে সালাহ ফারাহ সকলকে রক্ষা করার জন্য এগিয়ে আসেন।

সন্ত্রাসীরা বাসে উঠে জিজ্ঞেস করেন সেখানে কারা কারা মুসলমান নয়। তারা অমুসলিমদের হত্যা করার জন্য সেই বাসে উঠেছিলেন। তখন ফারাহ সামনে এয়াসে এবং বলেন, হত্যা করলে সবাইকে করুন অথবা সবাইকে ছেড়ে দিন। আল-কায়েদার সেই সঙ্গীরা এর আগেও এভাবে আরও দুইজনকে হত্যা করে চলে যায়।

সালাহ বিবিসিকে জানান, সন্ত্রাসীরা বলেছিলেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি সুরক্ষিত। সন্ত্রাসীদের গুলিতে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

তার এই অনন্য কৃতীর জন্য প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা তাকে মহারথী হিসেবে ভূষিত করেন। তার সাহসিকতার কারণে সেদিন কেনিয়ার অনেক নাগরিক মৃত্যুর হাত থেকে রক্ষা পায়।

সরকার ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান সালাহের পরিবারের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। তার পরিবারের সকলের বসবাসে জন্য একটি বাড়ি তৈরি করে দেয়া হয়েছে।–সুত্র: ইন্ডিয়া টাইম্‌স।



মন্তব্য চালু নেই