গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ফাঁসি বহাল রাখার খবরে আনন্দ মিছিল বের করেছে গণজাগরণ মঞ্চ।

মিছিলটি মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে শাহবাগ থেকে শুরু হয়ে টিএসসি ঘুরে আবার শাহবাগে ফিরে।শাহবাগে এখন চলছে আনন্দ-উল্লাস।

সকাল থেকে শাহবাগে গণজাগরণ মঞ্চের সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে।

ফাঁসির রায়ের পর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘রায়ে আমরা আনন্দিত, উল্লসিত। এই রায়ের মাধ্যমে ১৬ কোটি মানুষের বিজয় হয়েছে।’ ‍এ রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর ফাঁসি বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ সকাল পৌনে ১০টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।



মন্তব্য চালু নেই