‘গণপরিবহণের ভাড়া সহনীয় রাখতে আলোচনা হবে’

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহাণের ভাড়া যেন সহনীয় পর্যায়ে থাকে সেজন্য বিআরটিএ এবং বাস মালিকদের সঙ্গে আলোচনা করে সমন্বয় করে নিতে হবে।

শনিবার দুপুরে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েন (বিএমএ) অডিটরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এ সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, বিদ্যুৎ-গ্যাসের মূল্য বৃদ্ধির প্রভাব পরিবহণে পড়াটা স্বাভাবিক। তবে বছরের পর বছর এ খাতে ভর্তুকি চলে আসছে, এটা অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করছে। ভর্তুক্তির বোঝাটা যুক্তিযুক্ত অবস্থায় চলে গেলে, আমাদের আর মূল্য বৃদ্ধি করতে হবে না।

আলোচনা সভায় আয়োজক সংগঠনের সভাপতি তানভীর রহমান জয়ের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ক্রিড়াবিষয়ক উপ-মন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সহ-সম্পাদক গোলাম সারওয়ার কবীর, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।



মন্তব্য চালু নেই