গণপরিবহনে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি

গণপরিবহনের ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে পরিবহন ভাড়া বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণের সুপারিশ প্রদানে বিআরটিএর চেয়ারম্যানের নেতৃত্বে ১২ সদস্যের একটি কমিটি রয়েছে। এছাড়া সিএনজি চালিত অটোরিকশার ভাড়া পুনর্নির্ধারণেও ৮ সদস্যের একটি কমিটি রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আগামী ৫-১০ সেপ্টেম্বরের মধ্যে ভাড়া পুনর্নির্ধারণে এই দু’টি কমিটি আলোচনা ও বাস্তব অবস্থা বিবেচনা করে জনস্বার্থে এ বিষয়ে সুপারিশ করবে। সুপারিশের পর সিদ্ধান্ত জানানো হবে। কমিটির সুপারিশ ছাড়া ভাড়া বাড়ানো যাবেনা। আগের হারে ভাড়া নিতে হবে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, গ্যাসের দাম বৃদ্ধির পর যারা ভাড়া বৃদ্ধি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হবে। আমরা এনফোর্সমেন্টে যাবো। আইনে যা আছে, তাই হবে।



মন্তব্য চালু নেই