গণবি ছাত্র সেলিমের মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, সাভার থেকে : গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সেলিম হোসেন ইন্টেস্টাইন ড্যামেজ জনিত জটিলতায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

১৪ জুন মঙ্গলবার সকাল ৭ টার দিকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সেলিম হোসেনের অকাল মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সেলিম হোসেনের মরদেহ ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমীক ভবনের সামনে নিয়ে আসা হয়। এসময় শেষবারের মত তাকে বিদায় জানাতে এসে অনেকেই কান্নায় ভেঙ্গে পরেন।

বেলা ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার প্রথম জানাজা নামায অনুষ্ঠিত হয়। এসময় ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গোলাম মোহাম্মদ, প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা আলী ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোঃ দেলোয়ার হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা জানাজা নামাযে অংশ নেন।

পরে তার গ্রামের বাড়ি ধামরাই উপজেলার কালামপুরের শোলধন গ্রামে জানাজার পর স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

13248434_1682794465292909_2595814600986044215_o



মন্তব্য চালু নেই