গণস্বাস্থ্য মেডিকেল কলেজে চলছে ষষ্ঠ দিনের মত ক্লাস বর্জন

Carry on system সকল শিক্ষার্থীর জন্য সম্পূর্ণ রূপে পুনর্বহালের দাবিতে সোমবার ১০ আগস্ট ষষ্ঠ দিনের মত সকল ক্লাস, পরীক্ষা, ওয়ার্ড বর্জন করেছে সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের ১৯ এবং ২০ তম ব্যাচের শিক্ষার্থীরা ।

শিক্ষার্থীরা জানায়, অনেক আগে থেকেই মেডিকেল কলেজে ক্যারি-অন পদ্ধতি চালু ছিল। হঠাৎ করে ২০১২ সাল থেকে ক্যারি-অন পদ্ধতি বাতিল করা হয়। এতে অনেক শিক্ষার্থী ঝড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই শিক্ষা জীবনের অনিশ্চয়তা না কাটা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে তারা জানিয়েছেন। মূলত ১৯ ও ২০ দুটি ব্যাচ আন্দোলন করলেও মেডিকেল কলেজের সকল ব্যাচের শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে বলে তারা দাবি করেন।

উল্লেখ্য, ক্যারি অন সিস্টেম পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ১ আগস্ট মানববন্ধন এবং ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে অবস্থান করে পরে স্বাস্থ্য মন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেয় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।



মন্তব্য চালু নেই