গণ বিশ্ববিদ্যালয়ে এন্ড্রয়েড ডেভেলপমেন্টের স্টাডি জ্যাম কার্যক্রম শুরু

গণ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে উদযাপিত হয়ে গেল ‘গুগল’ কর্তৃক আয়োজিত ১০০০ জন নতুন এন্ড্রয়েড ডেভলপার তৈরির লক্ষ্যে ১ মাস ব্যাপী বিশেষ স্টাডি জ্যাম সেশনের প্রথম ক্লাস ।

পরিচালনায় ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের বেসিস স্টুডেন্ট ফোরামের কনভেনার মোঃ মোজাম্মিল হোসেন খান । ক্লাসটি সকাল ১০:০০ ঘটিকায় শুরু হয়ে দুপুর ১ ঘটিকার ৪০ মিনিটের মধ্যাহ্ন বিরতি সহ বিকাল ৪ ঘটিকায় শেষ হয় । এই স্টাডী জ্যাম সেশনে ট্রেইনার হিসেবে ছিলেন ‘এম সি সি’ লিমিটেডের লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম মুকুল।

৩৫ জন শিক্ষার্থীর অংশগ্রহনে গুগল স্টাডী জ্যাম সেশনের প্রথম ক্লাস উদ্বোধন করেন ভৌত ও গাণিতিক বিদ্যা অনুষদের ডীন হাসিন অনুপমা আজহারী এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষকবৃন্দ ।

উলেখ্য, ‘অ্যানড্রয়েড ডেভেলপমেন্ট ফর বিগেনার্স’ শিরোনামের এক মাসের এই কোর্স সম্পন্ন করার পর সবাইকে উডাসিটি ও গুগলের আলাদা সনদ দেওয়া হবে। বাংলাদেশে গুগলের এই কার্যক্রম সমন্বয় ও পরিচালনা করছে গুগল ডেভেলপার্স গ্রুপের (জিডিজি) চারটি কমিউনিটি—জিডিজি ঢাকা, জিডিজি সোনারগাঁও, জিডিজি বাংলা ও উইমেন টেকমেকার।



মন্তব্য চালু নেই