গণ বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৭ আগস্ট, ২০১৫ সোমবার সাভাররে গণ বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মেসবাহউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন ড. হাসিন অনুপমা আজহারী, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফরিদা আদিব খানম, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক মনসুর মুসা, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা আলী, প্রভাষক ফারহানা আক্তার, সিনিয়র প্রভাষক ড. কৃষ্ণা ভদ্র, গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সভাপতি শামীম শুভ প্রমুখ।
দোয়া মাফফিল পরিচালনা করেন প্রভাষক আবু রায়হান।

অনুষ্ঠানে বক্তাগণ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টে নিহত তাঁর পরিবারের সদস্যগণের আত্মার মাগফেরাত কামনা করেন। আলোচনায় জাতিরজনকের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।



মন্তব্য চালু নেই