গতবছর শুটিং স্পট থেকে তোলা দিতির কিছু ছবি

চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন নন্দিত অভিনেত্রী দিতি। রোববার বিকাল ৪টা ৫ মিনিটে তিনি মারা যান (ইন্নালিল্লাহি….রাজিউন)। ৩১ মার্চ তার বয়স হতো ৫১ বছর।

১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে ঢাকাই সিনেমাতে পা রাখেন দিতি। উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’ ছিল তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘আমিই ওস্তাদ’। ১৯৮৭ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী-স্ত্রী’ ছবিতে অভিনয়ের সুবাদে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেন দিতি। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘দুই জীবন’, ‘উছিলা’, ‘লেডি ইন্সপেক্টর’, ‘খুনের বদলা’, ‘আজকের হাঙ্গামা’, ‘স্নেহের প্রতিদান’, ‘শেষ উপহার’, ‘অপরাধী’, ‘কালিয়া’, ‘কাল সকালে’ ইত্যাদি উল্লেখযোগ্য। তার শেষ মুক্তি পাওয়া সিনেমা ‘সুইটহাটর্’। চলচ্চিত্রের পাশাপাশি টিভি নাটকেও জনপ্রিয় মুখ ছিলেন দিতি। বেশ কয়েকটি টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন। রান্না বিষয়ক অনুষ্ঠানও উপস্থাপনা করেছেন। দিতি এক মেয়ে লামিয়া চৌধুরী এবং এক ছেলে দীপ্ত চৌধুরীকে রেখে গেছেন।
গুণী এই অভিনেত্রীর সঙ্গে সহশিল্পী হিসেবে অভিনয় করে অনেকেই অনেক কিছুই শিখেছেন এই প্রজন্মের অভিনয়শিল্পীরা। শুধু এই প্রজন্মের নয়, দিতির সমসাময়িক তারকাদের হৃদয়ে জমে আছে অনেক স্মৃতি। অনেক কথা।

প্রিয় মানুষকে হারানোয় শোকের ছায়া পড়েছে পুরো মিডিয়াঙ্গনে।

12096118_924615094312299_4628555576639337280_n

564442_924615087645633_4074647458522004182_n 10273524_924615110978964_353554660284282205_n 12400658_924615104312298_1158261628953707877_n



মন্তব্য চালু নেই