গতবারের হামলার ভীতি উপেক্ষা করে তাজিয়া মিছিলে মানুষের ঢল

হাসাইনী দালানে গত বছর বোমা হামলার কারনে এবার অনেকের মাঝে আতঙ্ক ছিল। কিন্তু বোমা হামলার প্রভাব পড়েনি। মিছিলে বাধভাঙ্গা স্রোতের মত ঢল নেমেছে তাজিয়া মিছিলে। বাংলাদেশে মোহাররমের প্রাক্কালে শীর্ষ একজন শিয়া মুসলিম নেতা বলেছেন গত বছর তাদের ওপর হামলা হলেও সুন্নি সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কে কোনো সমস্যা হয়নি। তাজিয়া মিছিলে বরাবরের মত আজও শিয়া ও সুন্নীরা স্বতস্ফুর্তভাবে অংশ নিয়েছে।

শিয়াদের প্রধান ধর্মীয় স্থান হোসেনী দালান ইমামবাড়ার অন্যতম সংগঠক ফিরোজ হোসাইন বলছেন, গত বছরে তাদের তাজিয়া মিছিলে বোমা হামলার পরিণতিতে শিয়া-সুন্নিদের মধ্যে সম্পর্কে কোনো ক্ষতি হয়নি বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, গত বছর বোমা হামলা কারনে অনেকেই আশঙ্কা করছির এবার মিছিলে লোক কম হতে পারে। কিন্তু না সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে শিয়া ও সুন্নী সম্প্রদায়ের লোকজন জড়ো হয়। তিনি বলেন, এবার তাদের তাজিয়া মিছিলে সকলের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে গত বছরের বোমা হামলার জবাব দিয়েছে ধর্মপ্রান মানুষ।



মন্তব্য চালু নেই