গন্ধে মন ভরে যায়? ফুলের গন্ধটাই যদি গন্ধ না থাকে তাহলে কেমন হবে ভাবেন তো?

ফুলে যদি গন্ধ না থাকে, তাহলে কেমন হবে ভেবে দেখেছেন কখনও? অবাস্তব শোনালেও এমনই আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

আপনার প্রিয় ফুল কোনটি গোলাপ, জুঁই না রজনীগন্ধা? যেটিই হোক না কেন, ভাল করে গন্ধ শুঁকে নিন। কারণ, এর পরে হয়তো ফুল থেকে আপনি আর গন্ধই পাবেন না।

না, আপনার নাক অথবা ঘ্রাণশক্তির কোনও সমস্যা নয়। ইজরায়েলের জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের একটি সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, বিশ্ব উষ্ণয়ানের প্রভাবে যেভাবে তাপমাত্রা বাড়ছে, তাতে নাকি ভবিষ্যতে আর ফুল থেকে গন্ধ বের হবে না। বিভিন্ন বায়োকেমিক্যাল গ্রুপ থেকে একাধিক উদ্বায়ী বস্তুর মিশ্রণে ফুলের মধ্যে গন্ধ তৈরি হয়।

হিব্রু বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, বিশ্ব উষ্ণায়নের ফলে গাছেদের স্বাভাবিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হচ্ছে। তাঁদের আরও দাবি, পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির ফলে ফুলের সুগন্ধ ছড়ানোর ক্ষমতাও লক্ষ্যণীয়ভাবে হ্রাস পেতে পারে। ঘরের তাপমাত্রা বাড়িয়ে দিয়ে ফুলের গন্ধ নিয়ন্ত্রণকারী হরমোনে অদলবদল করেও তাঁরা সেই প্রমাণ পেয়েছেন বলে গবেষণাকারী ছাত্র অ্যালান ক্যান’অ্যানি দাবি করেছেন।



মন্তব্য চালু নেই