গরম তরকারি ঢেলে স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী

যৌতুক আদায়ে ব্যর্থ হয়ে স্ত্রী আরজিনা খাতুনকে (২৫) গরম তরকারি ঢেলে মুখ ও শরীর ঝলসে দিয়েছেন পাষণ্ড স্বামী আব্দুল আলীম। আহত আরজিনা বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মঙ্গলবার ভোরে আব্দুল আলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার কাজিপুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে।

আহত আরজিনা খাতুন পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরি গ্রামের আব্দুল কাদেরের মেয়ে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, বিয়ের পর থেকেই স্বামী আব্দুল আলিম স্ত্রী আরজিনা ও তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। আরজিনার দরিদ্র বাবা জামাইয়ের বিপুল অংকের এই টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে আলীম গত ১১ অক্টোবর চুলার ওপর থেকে গরম তরকারি তুলে আরজিনার মুখে ও শরীরে ঢেলে দেন। এ সময় আরজিনার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে দ্রুত পাবনা সদর হাসপাতালে ভর্তি করে।

আরজিনার শরীরের অনেক অংশ ঝলসে যাওয়ায় তার অবস্থা এখনও আশঙ্কাজনক। গত সোমবার রাতে আরজিনা বাদী হয়ে আতাইকুলা থানায় আব্দুল আলিম ও তার ছোট ভাই ওয়াজেদ আলী এবং ওয়াজেদের স্ত্রী চম্পা খাতুনকে আসামি করে একটি মামলা দায়ের করেন বলেও জানান ওসি।



মন্তব্য চালু নেই